জেলা প্রশাসকদের (ডিসি) আইন ও সংবিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আইন, নীতিমালা ও সংবিধান মেনে চলাই ডিসিদের প্রধান দায়িত্ব। জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
আইন উপদেষ্টা আরও বলেন, “ডিসিরা মাঠ পর্যায়ের প্রশাসনের দায়িত্ব পালন করেন, তাই বাস্তবায়নের চ্যালেঞ্জ সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানেন। এই সম্মেলন আমার জন্য নতুন অভিজ্ঞতা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ডিসিদের অনুরোধ করেছি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এনে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে। পাশাপাশি, বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহী ব্যক্তিদের একটি ডাটাবেজ তৈরির প্রস্তাবও এসেছে, যা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।”
তিনি আরও জানান, সরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের যথাযথভাবে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষাখাতে উন্নয়ন সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন, “গত সরকার প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, যা সংবিধান ও আইন পরিপন্থী। আমরা আশা করি ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, প্রশাসনের এই দক্ষতা জনগণের সেবার জন্য কাজে লাগাবে।”
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রসঙ্গে তিনি বলেন, “দেশজুড়ে অনেক টিটিসি তৈরি হয়েছে, কিন্তু সেগুলোর কার্যকারিতা প্রত্যাশিত মাত্রায় পৌঁছেনি। আমাদের প্রচেষ্টা চলছে, যাতে এগুলো থেকে যথাযথ সেবা নিশ্চিত করা যায়।”
এসআর
মন্তব্য করুন: