[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে কমেছে- সেনা সদর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫:০৪ পিএম

ফাইল ছবি

সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রমের ফলে চাঁদাবাজি ও হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

চাঁদাবাজি ও হত্যায় হ্রাস
কর্নেল শফিকুল ইসলাম বলেন, "সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। শুধু 'মব জাস্টিস' নয়, চাঁদাবাজি ও হত্যার ঘটনাও আগের তুলনায় কমে এসেছে। আমরা কিছু হটস্পট চিহ্নিত করেছি এবং সেগুলো পর্যবেক্ষণে রেখেছি। অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও উন্নতি হবে।"

ডাকাতির ঘটনায় তদন্ত ও বিচার
সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, "বনানীতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনা হচ্ছে। সেনাবাহিনী সব সময় জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবে।"

বাজার নিয়ন্ত্রণে সহায়তা
বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন, "সরকার যদি সহায়তা চায়, তাহলে সেনাবাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"

বান্দরবানে শ্রমিক অপহরণ ও কুকি চিন গোষ্ঠীর কার্যক্রম
বান্দরবানে ২২ জন রাবার শ্রমিক অপহরণের ঘটনায় তিনি জানান, "একটি গোষ্ঠী তাদের অপহরণ করেছে। উদ্ধারের জন্য টহল অব্যাহত রয়েছে।"

কুকি চিন গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের বিষয়ে তিনি বলেন, "তাদের দৌরাত্ম্য আমরা দমন করতে পেরেছি।

গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করা হয়েছে।

আমাদের অভিযানিক কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে, যার ফলে অনেক বম পরিবার আবার তাদের জায়গায় ফিরে আসছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর