[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

চাঁদাবাজির অভিযোগে পুলিশের ১৩ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৪১ পিএম

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে

তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এক এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, পরবর্তী ব্যবস্থা তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

এর আগে, পাথরবাহী গাড়ি থেকে পুলিশের চাঁদাবাজির বিষয়ে সংবাদ প্রকাশিত হলে এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং অভিযুক্তদের ক্লোজড করার সিদ্ধান্ত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর