[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

এক ব্যাচ থেকে ৫০ সচিব! ক্ষোভ প্রকাশ মিলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩২ পিএম

ফাইল ছবি

সম্প্রতি ১১৯ জন কর্মকর্তাকে সচিব পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, যার মধ্যে ৫০ জনই ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।

রোববার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭৬৪ জন কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এ প্রেক্ষিতে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, "বঞ্চিতদের তালিকায় ভূতাপেক্ষ সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আমার নাম নেই।"

পদোন্নতিপ্রাপ্ত ১১৯ জন সচিবের মধ্যে ৫১ জন অতিরিক্ত সচিব ছিলেন।

তাদের বেশিরভাগই ১৯৮২ ব্যাচের কর্মকর্তা, যাদের মধ্যে আছেন জনপ্রশাসন সচিব ও কেবিনেট সচিবসহ বর্তমান সরকারে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অনেকে।

মিলন অভিযোগ করেন, "আমি অতিরিক্ত সচিব ছিলাম, অথচ বিগত সরকার দুর্নীতির অভিযোগ এনে আমাকে অন্যায়ভাবে চারবার শাস্তি দিয়েছে। প্রায় দেড় বছর ওএসডি থাকার পর আমাকে চাকরি থেকে বিদায় দেওয়া হয়।"

তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, "পদোন্নতিপ্রাপ্ত ৫১ জন অতিরিক্ত সচিব কীভাবে বঞ্চিত ছিলেন? কী মানদণ্ডে তাঁদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো? আর ১১৯ জনের মধ্যে ৫০ জন কীভাবে শুধুমাত্র ১৯৮২ ব্যাচের কর্মকর্তা হলেন?"

মাহবুব কবীর মিলন উচ্চ আদালতে মামলা করার ঘোষণা দিয়ে বলেন, "আমি হাইকোর্টে যাবো এবং জানতে চাইব, এই ৫১ জন অতিরিক্ত সচিব কীভাবে বঞ্চনার শিকার হয়েছেন এবং ১৯৮২ ব্যাচের ৫০ জন কর্মকর্তা কীভাবে এই সুবিধা পেলেন। যদি তাদের বঞ্চনার প্রমাণ না থাকে, তবে সব অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকেই ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর