জুলাই-আগস্ট গণআন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও সংগ্রহে উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করা যাবে।
নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপলোড নিশ্চিত করা হবে। এক্ষেত্রে, একটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি ফাইল আপলোড করা যাবে।
প্রতিটি ফাইল আপলোডের আগে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। আপলোডকারী নিজ মোবাইল নম্বর ব্যবহার করে লগ-ইন করে আপলোড করা ফাইল দেখতে পারবেন।
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ওয়েবসাইটে ছবি ও ভিডিও আপলোড করার সুযোগ থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: