[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ছুটিতে থাকা ১২ বিচারপতির সর্বশেষ তথ্য জানালো সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২:১১ এএম

ফাইল ছবি

দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল।

প্রায় চার মাস পর, শনিবার (৮ ফেব্রুয়ারি), সুপ্রিম কোর্ট প্রশাসন তাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪ সালের অক্টোবর মাসে প্রধান বিচারপতি ওই ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান।

এরপর ২০২৫ সালের ৩০ জানুয়ারি তাদের মধ্যে একজন বিচারপতি পদত্যাগ করেন। পাশাপাশি, দুইজন বিচারপতি স্থায়ী নিয়োগ পাননি এবং আরও দুইজন অবসর গ্রহণ করেছেন।

অন্যদিকে, চারজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম চলছে, এবং তিনজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৫ অক্টোবর, কিছু শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী আইনজীবী সমাজের সদস্যরা 'দলবাজ ও দুর্নীতিবাজ' বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন।

পরদিন, শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট চত্বরে প্রবেশ করে এবং বিচারপতিদের অপসারণের দাবিতে বিক্ষোভ করে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা জানান, বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির অধীনে, এবং প্রধান বিচারপতি তার ক্ষমতার সীমার মধ্যে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

২০২৪ সালের ৭ নভেম্বর, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত তদন্তের জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়।

সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়, যা বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠায়।

এরপর, দীর্ঘদিন বিচার কাজের বাইরে থাকা তিন বিচারপতি ১৯ নভেম্বর পদত্যাগ করেন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিচারপতিদের বিচারিক দায়িত্ব দেওয়া হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর