[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

আওয়ামী আমলে চাকরি হারানো ১৫২২ পুলিশ সদস্য চাকরি ফিরে পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১:৪৫ এএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১:৫০ এএম

ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে বিজয়ী হয়েছেন, তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১,৫২২টি আবেদন গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে কনস্টেবল ১,০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন রয়েছেন।

চাকরিতে পুনর্বহালের আবেদন পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে, যার ভিত্তিতে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে, যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি, তাদের পুনর্বহাল সম্ভব হয়নি।

পাশাপাশি, যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলা রয়েছে, তাদের পুনর্বহালের বিষয়টিও আইনি জটিলতার কারণে বিবেচনায় আনা হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর