[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

সারা দেশে আজ থেকে "অপারেশন ডেভিল হান্ট’ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৮ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৯ পিএম

ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’।

শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে যৌথবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে।

শুক্রবার রাতে গাজীপুরে সংঘটিত সন্ত্রাসী হামলার পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর বিষয়ে বিস্তারিত তথ্য রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

এর আগে, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সম্প্রতি পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি এবং সেগুলো বিভিন্ন সহিংস কার্যক্রমে ব্যবহারের চেষ্টা চলছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করবে।

তিনি আরও বলেন, লাইসেন্সধারী অস্ত্রের বেশিরভাগই ইতোমধ্যে জমা নেওয়া হয়েছে, তবে লুট হওয়া অস্ত্রগুলোর বড় অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী, কিছু গোষ্ঠী অবৈধ অস্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে, যা প্রতিহত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ পর্যায় থেকে এ অভিযানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর