[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৫৭ পিএম

ফাইল ছবি

সাম্প্রতিক বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হাইকোর্ট এলাকায় স্থাপিত কিছু ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, "সুপ্রিম কোর্টের ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।"

এর আগে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। কয়েকটি এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিক্ষোভের জেরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর