সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ২১ জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার সংশোধিত ফল ২২ এপ্রিল প্রকাশিত হলে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন।
এরপর ৩১ অক্টোবর সন্ধ্যায় ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
তবে ১৯ নভেম্বর হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন এবং রুল জারি করেন।
কোটা পদ্ধতির অনিয়ম নিয়ে আসা অভিযোগের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: