[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২:৪৭ এএম

ফাইল ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।

ডিবি সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় শেয়ারবাজার সংক্রান্ত অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনে তার সম্পৃক্ততা ছিল।

এ কারণে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শিবলী রুবাইয়াত উল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক।

২০২০ সালের ১৭ মে প্রথমবারের মতো বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। পরবর্তীতে ২০২৩ সালের ১৬ মে পুনরায় একই পদে নিয়োগ পান।

গত বছরের ১০ আগস্ট তিনি বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর