বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সেফ ডিপোজিট লকার খোলার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, আদালত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খোলার নির্দেশ দিয়েছেন।
এ সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের লকার ও সেফ ডিপোজিট তল্লাশির আইনি বাধা দূর হলো।
এর আগে, গত রোববার দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান আদালতে এ বিষয়ে আবেদন করেন।
তার স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে সংরক্ষিত একটি সেফ ডিপোজিট তল্লাশির সময় রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের আরও কিছু কর্মকর্তা সিলগালা করা লকার রেখেছেন।
দুদকের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে, এসব লকারেও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে।
এ কারণে কমিশন বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে সংরক্ষিত অন্যান্য লকার তল্লাশি ও তালিকাভুক্ত করার অনুমতির জন্য আদালতে আবেদন করে, যা আদালত মঞ্জুর করেছেন।
এসআর
মন্তব্য করুন: