[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ৬:১৮ পিএম

ফাইল  ছবি

সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী এবং ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

গত ৩ ফেব্রুয়ারি, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন।

মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন এই নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে অজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগের তদন্তের জন্য একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

এছাড়া, সূত্রে জানা গেছে যে, খন্দকার মোশাররফ হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন, এমন দাবি জানিয়েছে দুদক।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর