বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
আদালতে তারেক রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল ও অ্যাডভোকেট আজমল হোসেন খোকন প্রমুখ।
২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।
এর পরদিন তেজগাঁও থানা পুলিশ তার বক্তব্যকে রাষ্ট্রদ্রোহ বলে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় মামলা দায়েরের জন্য। অনুমতি পাওয়ার পর, ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করা হয়।
পুলিশের তদন্ত শেষে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচারের মাধ্যমে আসামিরা রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করেছেন এবং সরকারবিরোধী মনোভাব উসকে দিয়েছেন।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, মামলাটির ভিত্তি ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দেখেছেন, এতে রাষ্ট্রদ্রোহের উপাদান নেই। তাই মামলাটি বাতিল করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: