রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানার পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বাড্ডা থানার হত্যা মামলা:
বাড্ডা থানার মামলায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যার ঘটনায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও শ্রমিক নেতা গোলাম সারোয়ার পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফিজুল শিকদার গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার পরিবার ২১ আগস্ট হত্যা মামলা দায়ের করে।
কোতোয়ালি থানার হত্যাচেষ্টা মামলা:
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে দুই দিনের রিমান্ডে নিয়েছে আদালত।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করেন।
এসআর
মন্তব্য করুন: