টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় সাদপন্থি অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের হাইকোর্ট প্রদত্ত আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
গত ৮ জানুয়ারি, হাইকোর্টের বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটির শুনানিতে ২৩ জনকে আগাম জামিন প্রদান করেছিলেন।
পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে বলে জানানো হয়েছিল।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান শুনানিতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, জামিন আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এবং আইনজীবী শাহীন হাওলাদার।
জামিন আবেদন প্রসঙ্গে আইনজীবী শাহীন হাওলাদার জানান, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। এমনকি নিহত বা ভুক্তভোগী পরিবারের কেউ এই মামলা করেননি। এসব যুক্তি তুলে ধরে জামিন চাওয়া হয়েছিল।
প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর রাতে মাওলানা জোবায়েরপন্থি এস এম আলম হোসেনের দায়ের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকশ’ জনকে আসামি করা হয়।
সংঘর্ষে প্রাণ হারান কিশোরগঞ্জের আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুরের বেলাল হোসেন (৬০), এবং বগুড়ার তাজুল ইসলাম (৫৫)।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাদপন্থি মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, ও আরও অনেকে। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তী শুনানির জন্য আপিল বিভাগ ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে।
এসআর
মন্তব্য করুন: