নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ মেশিনের প্রমাণ পেয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ভবনে অভিযান শেষে দুদকের উপ-পরিচালক নুর আলম সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
দুদক জানিয়েছে, ২০১৮ সালে ইসি প্রকল্পের আওতায় দেড় লাখ ইভিএম মেশিন ক্রয় করেছিল। এর মধ্যে ১ লাখ ৫০০ মেশিন ব্যবহারের অযোগ্য বলে অভিযোগ ওঠে।
অভিযানের সময় র্যান্ডম পরীক্ষা করে দেখা গেছে, প্রতি তিনটি মেশিনের একটি ত্রুটিপূর্ণ। কিছু মেশিনে যান্ত্রিক ত্রুটি এবং কিছু একেবারে অচল।
দুদক জানায়, ইভিএম কেনার ক্ষেত্রে নিম্নমানের মেশিন গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কিছু রেকর্ড সংগ্রহ করা হয়েছে। আরও রেকর্ড যাচাই-বাছাই করা হবে। ইসি তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। অভিযানের ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইভিএম প্রকল্পটি নির্বাচন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে হাতে নেওয়া হয়। তবে প্রকল্পের কাজ শেষ হলেও এখনো ইসি তা সম্পূর্ণ বুঝে পায়নি। দুদক জানিয়েছে, ইভিএম ক্রয়ে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে।
এসআর
মন্তব্য করুন: