[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫ ৫:৪৬ পিএম

ফাইল ছবি

রাজনৈতিক হয়রানিমূলক এবং সাইবার সিকিউরিটি আইনে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশের ২৫টি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “গায়েবি মামলা চিহ্নিত করতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, এসব মামলার দায়েরের সময় ও প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে।

দ্বিতীয়ত, মামলাগুলোর মধ্যে বিস্ফোরক, অস্ত্র এবং পুলিশের ওপর হামলার অভিযোগের প্রবণতা ছিল।

তৃতীয়ত, এসব মামলায় অধিকাংশ ক্ষেত্রে অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ, বিরোধী দলের বড় সমাবেশ কিংবা নির্বাচনের আগে-পরে এসব মামলা দায়েরের প্রবণতা লক্ষ্য করা গেছে।”

তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।

এছাড়া বিচারক নিয়োগেও বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “এখন থেকে বিচারক নিয়োগ হবে সম্পূর্ণ দক্ষতা এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫ ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।”

সরকারের এই উদ্যোগকে স্বচ্ছ ও গণতান্ত্রিক ব্যবস্থার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর