[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির অভিযান, ৩২৫১ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫ ৩:২০ পিএম

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গত দুই দিনে (১৬ ও ১৭ জানুয়ারি) এ অভিযানে মোট ৩ হাজার ২৫১টি মামলা করা হয়েছে।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে ১০২টি যানবাহন ডাম্পিং এবং ৪৩টি যানবাহন রেকার করা হয়।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এর আগে ১৫ জানুয়ারি চালানো আরেক অভিযানে ২ হাজার ১২৯টি মামলা করা হয়।

একই দিনে ৬৭টি যানবাহন ডাম্পিং এবং ৪৪টি যানবাহন রেকার করা হয় বলে জানায় ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন লঙ্ঘন রোধে সচেতনতা বাড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর