[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নওফেল পরিবারের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৪৮ এএম

ফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার পরিবারের মালিকানাধীন ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা কমলেশ মন্ডল এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন।

অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলোর মধ্যে রয়েছে:

  • মহিবুল হাসান চৌধুরী নওফেলের ১৩টি হিসাব
  • তার স্ত্রী এমা ক্লেয়ার বার্টনের ৫টি হিসাব
  • নওফেল ও এমা ক্লেয়ার বার্টনের যৌথ দুইটি হিসাব
  • তাদের কন্যা নীনা ইমেলী ফৌজিয়া চৌধুরীর একটি হিসাব
  • হান্না শাহরিয়া এনি চৌধুরীর দুটি হিসাব

এ ছাড়া নওফেল পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট নিহান ইনভেস্টমেন্ট হোল্ডিং কোম্পানি লিমিটেড ও সিল অরুনিমা ফ্ল্যাট ওনার্সের নামে একটি করে হিসাবও রয়েছে।

তদন্ত চলছে
দুদক জানিয়েছে, এসব ব্যাংক হিসাবের আর্থিক লেনদেন তদন্তাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাব স্থগিত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর