[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল: শুনানি শেষ, রায় কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ২:৪১ পিএম

ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া সাজা বৃদ্ধির রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়েছে।

আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

এর আগে, হাইকোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করেন, যা পরবর্তী শুনানির জন্য ১৪ জানুয়ারি নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ খালেদা জিয়ার করা "লিভ টু আপিল" মঞ্জুর করেন এবং তার ১০ বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন।

এ বিষয়ে আগামীকাল সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর