[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

খালেদা জিয়ার খালাসের আপিলের রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ২:১৬ পিএম
আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২:১৯ পিএম

ফাইল  ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের জন্য করা আপিলের রায় আগামীকাল, বুধবার (১৫ জানুয়ারি) ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

২০২৪ সালের ১১ নভেম্বর, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলের আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করে আদালত। এছাড়া খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে।

এর আগে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি, অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে, এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

পরে, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। ২০১৮ সালের ৩০ অক্টোবর, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেন। এরপর হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর