[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ২:১৯ পিএম

ফাইল  ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরণীতে সাব্বির হোসেনকে হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১০ টায় মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করেন।

উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং আইনজীবী রবিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। তবে ওইদিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে গ্রেপ্তার দেখানো হলে, মামুনের বিষয়ে আজ শুনানির দিন ধার্য করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, সাব্বির হোসেন রাজধানীর একটি বায়োবিড কোম্পানীতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্বরণী রাস্তায় শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালালে সাব্বিরের গলায় গুলি লাগে।

পরে আবরার হানিফ (২৬) নামে এক ব্যক্তি সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর সাব্বিরের বাবা ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর