[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

প্রশ্নফাঁস: পিএসসির ২ কর্মচারী ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ৭:২২ পিএম
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:১২ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকরি পরীক্ষার প্রশ্নফাঁসের মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম এবং পরিচ্ছন্নতা কর্মী রূপন চন্দ্র দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই রাজধানীর পল্টন মডেল থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন অনুসারে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে ৩১ জনের নামসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে এ পর্যন্ত পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মামলার ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর আগারগাঁওয়ের বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে আজিম ও রূপনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক এবং নগদ টাকা জব্দ করা হয়।

এরপর গত ১৮ ডিসেম্বর তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে মূলনথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর