বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নতুন করে আইনি সমস্যায় জড়িয়েছেন। চেক প্রতারণার মামলায় সাকিবসহ আরও তিনজনকে সমন জারি করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক। আগামী ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার পটভূমি: গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, সাকিবের মালিকানাধীন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নিয়েছিল। এর বিপরীতে প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করে, যা ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় ডিজঅনার হয়। চেক দুটির মূল্যমান ছিল প্রায় চার কোটি ১৫ লাখ টাকা।
মামলার আসামিরা হলেন: সাকিব আল হাসান, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন. প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক, মালাইকা বেগম
আদালতের নির্দেশনা: আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাকিবসহ চারজনকে আগামী ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
সাকিবের সাম্প্রতিক বিতর্ক : সাকিবের বিরুদ্ধে এটি প্রথম আইনি ঝামেলা নয়। কয়েকদিন আগেই তিনি অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। এবার চেক প্রতারণার অভিযোগে মামলায় তার জড়িয়ে পড়া তার জন্য নতুন করে বিপদ ডেকে আনলো।
অভিযোগের গুরুত্ব : আইন বিশেষজ্ঞদের মতে, ডিজঅনার হওয়া চেকের কারণে দায়ের করা মামলা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। মামলার যথাযথ প্রমাণিত হলে বড় ধরনের আর্থিক জরিমানা কিংবা শাস্তির মুখোমুখি হতে পারেন আসামিরা।
এই মামলার শুনানি ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আদালতে হাজির হয়ে আসামিরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। তবে সাকিব বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার হলেও সাম্প্রতিক সময়ে আইনি ও খেলার নিয়ম ভঙ্গজনিত সমস্যায় বারবার তার নাম উঠে আসছে। এ ধরনের বিতর্ক তার ক্যারিয়ার ও ব্যক্তিগত ভাবমূর্তির ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এসআর
মন্তব্য করুন: