[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী আনিসুর রহমান সোহাগ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:২২ এএম

ফাইল ছবি

শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী ও ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আনিসুর রহমান সোহাগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে গভীর সখ্যতা ছিল। ওই প্রভাব কাজে লাগিয়ে সোহাগ অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।

এছাড়া, সোহাগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হাফিজুর রহমান লিকুর অবৈধ সম্পদ দেখভালের পাশাপাশি নগদ অর্থও গচ্ছিত রেখেছেন। তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি এবং বহুমুখী প্রতারণার অভিযোগও রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর