শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ব্যাখ্যা দিতে তাদের চিঠি দেওয়া হয়। এ চিঠিতে স্বাক্ষর করেন পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন।
সোমবার (১৬ ডিসেম্বর) পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণের সময় শৃঙ্খলাবিধি লঙ্ঘনের অভিযোগে এই শোকজ চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণসূচি অনুযায়ী বিকেলের প্যারেড সেশনে দৌড়ের নির্দেশ দেওয়া হলেও কয়েকজন এএসপি নির্দেশ মানতে অস্বীকৃতি জানান।
তারা দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটতে শুরু করেন, যা মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীদের কাজে বিঘ্ন সৃষ্টি করে। বারবার নির্দেশ দেওয়া হলেও তারা কর্ণপাত না করে উল্টো কটূক্তি করেন।
তাদের এই আচরণ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য প্রশিক্ষণার্থীদেরও শৃঙ্খলাভঙ্গের দিকে উৎসাহিত করে।
শোকজ চিঠিতে আরও উল্লেখ করা হয়, একজন প্রশিক্ষণরত এএসপি হিসেবে এ ধরনের আচরণ শৃঙ্খলার বিরুদ্ধে।
তাদের এমন কার্যকলাপের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা চেয়ে তিন দিনের মধ্যে উত্তর জমা দিতে বলা হয়েছে।
এ ঘটনার বিষয়ে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: