[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

ই-অরেঞ্জের গেটওয়েতে আটকে থাকা ৪১৯ গ্রাহকের টাকা ফেরত দিতে হাইকোর্টের রুল

সাইদুর রহমান

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪ ১০:৪৪ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে ৪১৯ গ্রাহকের দেওয়া টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খালেদা চৌধুরী কচি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল কবির।

 

গত আগস্ট মাসে পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জে আটকে থাকা ৮ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ২শত ৬৬ টাকা ফেরত চেয়ে আব্দুল বারেক, মো. বেল্লাল, মামুন আখন্দ, ওয়াসিম আকরাম, ইমরান হোসেনসহ ই-অরেঞ্জের ৪১৯ জন গ্রাহক রিট দায়ের করেন।

উল্লেখ্য যে, ২০২১ সালে গ্রাহকেরা ই-অরেঞ্জ থেকে পণ্য অর্ডার ও এসএসএল কমার্জের মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর