[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ১:৫৬ এএম

সাবেক ভিপি নুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে গণ-অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টার দিকে নুরুল হক নুর এবং তার সহযোগীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেটে উসকানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা ট্রাইব্যুনালে ঢুকতে ব্যর্থ হয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সংবাদ সম্মেলন করেন।

সেখানে নুরুল হক নুর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে কিছু ভিত্তিহীন ও প্ররোচনামূলক অভিযোগ করেন, যা পরে ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা ও চিফ প্রসিকিউটরের সম্মানহানি ঘটিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নুরুল হক নুর ও তার সহযোগীদের এমন কর্মকাণ্ড অনভিপ্রেত ও ষড়যন্ত্রমূলক।

তাদের এই পদক্ষেপ মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ব্যাহত করার শামিল বলে মনে করা হচ্ছে।

চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

নুরুল হক নুর তার এই ভিত্তিহীন ও প্ররোচনামূলক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর