আওয়ামী লীগের আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ সদস্যদের সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। রোববারের এ কর্মসূচিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান যুগান্তরকে জানান, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পর্যাপ্ত ফোর্স প্রস্তুত থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ হওয়ায় ছাত্রলীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না।
শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, রোববার রাজধানীর জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারাও শনিবার রাতে বৈঠক করেছেন।
বৈঠক শেষে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, রবিবারের কর্মসূচির জন্য গোয়েন্দা সদস্যরা সতর্ক আছেন।
কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না, পুরো ঢাকা শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে।
অন্যদিকে, গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সংগঠনটি শনিবার তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয়, রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: