জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ আরও পাঁচ সদস্য পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী অন্যান্য সদস্যরা হলেন—কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা এবং অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ, ও ড. তানিয়া হক। কমিশনের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ ছয়জন সদস্য একসঙ্গে পদত্যাগ করলেন।
রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে চেয়ারম্যান উল্লেখ করেন, "জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি গ্রহণের উদ্দেশ্যে এই পদত্যাগপত্র দাখিল করলাম।"
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ ডিসেম্বর ড. কামাল উদ্দিন আহমেদকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
এসআর
মন্তব্য করুন: