[email protected] সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ৫:০৭ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে, গত ৩ অক্টোবর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত এবং পরবর্তীতে নতুন আইন প্রণয়ন করলে তার মূল উদ্দেশ্য হবে সাইবার সুরক্ষা ও নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামও জানিয়েছিলেন, এ সপ্তাহেই এই আইনটি বাতিল হতে পারে।

সাইবার নিরাপত্তা আইনটি বাতিলের প্রক্রিয়া শুরু হওয়ায় নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নতুন আইন তৈরির দিকে অগ্রসর হবে সরকার।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর