[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

প্রথমবারের মতো নিলামে এস আলম গ্রুপের বন্ধকী সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪ ৬:৫০ পিএম
আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ৬:৫৩ পিএম

এস আলম গ্রুপের খেলাপি ঋণ আদায়ে গ্রুপটির বন্ধকী সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।

এক হাজার ৮৫০ কোটি টাকার ঋণ আদায়ের লক্ষ্যে গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের বন্ধকী সম্পত্তি বিক্রি করতে যাচ্ছে ব্যাংকটি।

১ নভেম্বর জনতা ব্যাংক পত্রিকায় নিলাম সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে ২০ নভেম্বর নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ঋণের বিপরীতে চট্টগ্রাম ও গাজীপুরে এস আলম গ্রুপের ১,৮৬০ শতাংশ জমি বন্ধক রাখা আছে, যার বাজার মূল্য প্রায় ৩৫৮ কোটি টাকা।

যা পাওনা টাকার তুলনায় পাঁচ গুণ কম এবং এ সম্পত্তি বিক্রি করেও সম্পূর্ণ ঋণ আদায় সম্ভব নয়। ফলে বাকি টাকা আদায়ে আরও আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে।

অর্থঋণ আদালত আইনের ১২(৩) ধারায় ব্যাংককে মামলা ছাড়াই জামানতের সম্পত্তি বিক্রির মাধ্যমে ঋণ আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে।

২০২১ সালের সিএজি (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল)-এর নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা লঙ্ঘন করে অতিরিক্ত ঋণ গ্রহণ করে।

প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে জনতা ব্যাংকের চট্টগ্রাম করপোরেট শাখা থেকে গ্লোবাল ট্রেডিং করপোরেশন প্রথমে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়, যা সুদে-আসলে ২০২১ সালে ১,০৭০.৬৫ কোটি টাকায় পৌঁছায়।

এই ঋণের মধ্যে ৬১৭.৪৭ কোটি টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩.১৮ কোটি টাকা এলটিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯.৯৯ কোটি টাকা সিসি হাইপো ঋণ হিসেবে ছিল।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সুদাসল মিলিয়ে এই ঋণের পরিমাণ বেড়ে এক হাজার ৮৫০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর