সেনাবাহিনীর একজন মেজরের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এসি সোহেল রানাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) গুলশানে এক মেজরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এসি সোহেল।
একপর্যায়ে ওই মেজরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে। পরিচয় দেওয়ার পরও এসি সোহেল ওই সেনা কর্মকর্তাকে থানায় নিয়ে যান।
পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় এসে ওই মেজরকে মুক্ত করে নিয়ে যান। ঘটনাটির পরপরই এসি সোহেল মেজরের কাছে ক্ষমা চাইলেও তা শেষ পর্যন্ত তাঁকে প্রত্যাহার থেকে রক্ষা করতে পারেনি।
বাকবিতণ্ডা এবং ক্ষমা চাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এসি সোহেলকে গুলশান থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এসআর
মন্তব্য করুন: