[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

চানখারপুলে ৬ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় পড়া শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:১৩ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শেষ দিনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার

 ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই রায় পাঠ শুরু হয়। জনগুরুত্বপূর্ণ এই রায়ের পুরো কার্যক্রম সরকারি টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
​বিচারিক প্যানেল ও আসামিপক্ষ
​ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই রায় ঘোষণা চলছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
​এই মামলায় মোট ৮ জন আসামির মধ্যে ৪ জন কারাগারে এবং ৪ জন পলাতক রয়েছেন।


​কারাগারে থাকা আসামিরা হলেন:
​মো. আরশাদ হোসেন (তৎকালীন পরিদর্শক-অপারেশন, শাহবাগ থানা)
​কনস্টেবল মো. সুজন মিয়া
​কনস্টেবল মো. ইমাজ হোসেন ইমন
​কনস্টেবল মো. নাসিরুল ইসলাম
​পলাতক আসামিরা হলেন:
​হাবিবুর রহমান (ডিএমপির সাবেক কমিশনার)
​সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার)

​শাহ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপকমিশনার)
​মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী কমিশনার)

​মামলার প্রেক্ষাপট ও দাবি
​২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখারপুলে পুলিশের গুলিতে ছয়জন নিহতের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) আট আসামির বিরুদ্ধেই আনা অভিযোগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রমাণিত দাবি করে সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে। অন্যদিকে, আসামিপক্ষ থেকে সকল আসামির খালাস চাওয়া হয়েছে।

​উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য তারিখ নির্ধারিত ছিল। পরবর্তীতে ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আজকের দিন ধার্য করা হয়।

​পুনর্গঠিত ট্রাইব্যুনালের এই দ্বিতীয় রায়কে কেন্দ্র করে আদালত চত্বর ও সুপ্রিম কোর্ট এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুরো এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে।

ট্রাইব্যুনালে এখনো রায় পড়ার কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর