[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

সারজিস আলমকে নির্বাচন কমিশনের শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৬:৪৩ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়-১ আসনের (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সমন্বয়ক সারজিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ওই আসনের রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান।


রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে এলাকায় তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়।

এসব প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সংশ্লিষ্ট প্রার্থী সারজিস আলমের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর