[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ৩:২৮ পিএম

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন।

এছাড়া, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে চেয়ারম্যানসহ পুরো কমিশন পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, “এ বিষয়ে পরে বিস্তারিত জানাব। আপাতত সচিবের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, পদত্যাগের আগে চেয়ারম্যান এবং দুই কমিশনার প্রতিষ্ঠানটির সবার কাছ থেকে বিদায় নেন।

দুদক আইনের বিধান অনুযায়ী, কমিশন সদস্যদের পদত্যাগ করতে হলে এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। তবে, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

বিকেল ৩টায় সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান ও কর্মকর্তাদের একটি সভা নির্ধারিত ছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মুহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর