[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪ ১২:৫৭ পিএম

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দায়িত্ব পালনের জন্য সরকার আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে।

নতুন নিয়োগ পাওয়া এই পাঁচজন প্রসিকিউটর হলেন—সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম, মো. নুরে এরশাদ সিদ্দিকী, শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ এবং তানভীর হাসান জোহা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৭(১) ধারার আওতায় এ নিয়োগ প্রদান করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামসহ আরও চারজন প্রসিকিউটর নিয়োগ পেয়েছিলেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর