[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

দেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে আপসহীন আমরা : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ তার অবস্থান থেকে সরে আসবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত যৌক্তিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে উপস্থাপন করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।


বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের একাধিক পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আসিফ নজরুল বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা, দেশের সামগ্রিক নিরাপত্তা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ ক্রিকেট খেলতে আগ্রহী এবং বিশ্বকাপে অংশ নিতে চায়; তবে প্রয়োজন হলে বিকল্প আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কায় খেলতে বাংলাদেশ প্রস্তুত।


তিনি আরও বলেন, এই অবস্থানে আমরা অবিচল রয়েছি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমরা যুক্তিসহ আইসিসির কাছে তুলে ধরতে পারব বলে বিশ্বাস করি।

আমাদের প্রত্যাশা, আইসিসি বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হবে।


উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে উদ্বেগ প্রকাশ করে।

এ প্রেক্ষাপটে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠানো হয়। এর জবাবে আইসিসি বিসিবির উত্থাপিত বিষয়গুলো সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর