[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম। 

ডিবিপ্রধান জানান, তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

অভিযুক্তদের মধ্যে বর্তমানে ১২ জন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি পাঁচজন পলাতক।


হত্যাকাণ্ডের পেছনের কারণ প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এটি রাজনৈতিক প্রতিহিংসাজনিত হত্যাকাণ্ড বলে উঠে এসেছে।

অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের প্রকাশিত ভিডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, কেউ ভিডিও বার্তা প্রচার করতেই পারেন, তবে তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।


ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই যুবক শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।


এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা দায়ের করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলাটিতে দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) অভিযোগ অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর