[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

পাবনার দুটি আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ইসির নতুন গেজেট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ৭:৫৮ পিএম

পাবনা–১ ও পাবনা–২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ

সংক্রান্ত ২৪ ডিসেম্বর প্রকাশিত গেজেটের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
স্থগিত হওয়া গেজেট অনুযায়ী, পাবনা–১ (নির্বাচনী এলাকা ৬৮) আসনের আওতায় সাঁথিয়া উপজেলা ছাড়াও বেড়া উপজেলার বেড়া পৌরসভা এবং হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেঙ্গা, চাকলা ও কৈটোলা ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছিল। অপরদিকে পাবনা–২ (নির্বাচনী এলাকা ৬৯) আসনে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা থেকে উল্লিখিত পৌরসভা ও ইউনিয়নগুলো বাদ দিয়ে বাকি অংশ অন্তর্ভুক্ত করা হয়। আপিল বিভাগের আদেশে এই গেজেটের কার্যক্রম স্থগিত হয়েছে।
ফলে নির্বাচন কমিশনের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আগের গেজেট কার্যকর থাকছে। ওই গেজেটে সাঁথিয়া উপজেলাকে এককভাবে পাবনা–১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে একত্রে পাবনা–২ আসন হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে ১৮ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচন কমিশনের একটি গেজেটের অংশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন, যেখানে পাবনা–১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছিল। একই সঙ্গে আদালত আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর