[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনায় খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৫:৫৭ পিএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সম্মানে আয়োজিত এক

অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
রোববার আপিল বিভাগের ১ নম্বর এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্র ও দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও বক্তব্য দেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, সাংবাদিক এবং আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর