[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ২:৩২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক বিদ্বেষের কারণে একটি সাজানো ও নাটকীয় মামলার মাধ্যমে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছিল। কারাগারে থাকার সময় তিনি নানাভাবে নির্যাতনের শিকার হন, যা তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায়।

তিনি দাবি করেন, যে মামলায় খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছিল, সেটি যে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন ছিল—তা পরবর্তীতে সর্বোচ্চ আদালতের আপিল ও পুনর্বিবেচনা পর্যায়ের রায়েই পরিষ্কারভাবে উঠে এসেছে।

আদালতের পর্যবেক্ষণে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার প্রক্রিয়াকে ব্যবহার করার বিষয়টি একাধিকবার উল্লেখ করা হয়েছে।

আইন উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, বিচার বিভাগের সর্বোচ্চ স্তর থেকেই স্বীকার করা হয়েছে যে ওই মামলায় ন্যায়বিচারের মৌলিক নীতিমালা অনুসরণ করা হয়নি। এর প্রভাব দীর্ঘমেয়াদে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও জীবনযাত্রার ওপর গভীরভাবে পড়ে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর