[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ২:০৮ এএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দায়িত্ব পালনকালে সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকার লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস (৪৮)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের সন্তান।

অপরদিকে, অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় দুই আনসার সদস্যই পোশাক কারখানাটিতে দায়িত্বে ছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়ে বজেন্দ্র বিশ্বাসের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।


পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর