শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এ বিচার কার্যক্রম শেষ করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ রিপোর্ট দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই বিচার সম্পন্ন করা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, সরকার এই মামলার বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আইনানুগ সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
এসআর
মন্তব্য করুন: