দশম গ্রেডের সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এতে এক হাজার ৬১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের বাংলা (৫০), ইংরেজি (৫০), সাধারণ জ্ঞান—বাংলাদেশ ও আন্তর্জাতিক (৪০), এবং গণিত ও মানসিক দক্ষতা (৬০) মিলিয়ে মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত পূরণে কোনো প্রার্থীর ঘাটতি পাওয়া গেলে লিখিত বা মৌখিক পরীক্ষার পূর্বে কিংবা পরে যেকোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল করা হবে।
উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র (BPSC Form 5A – Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১২–২৩ অক্টোবর (অফিস চলাকালীন) হাতে হাতে জমা দিতে হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
এসআর
মন্তব্য করুন: