৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দেশের আটটি বিভাগীয় শহরের মোট ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে—
১. পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। এর পর প্রবেশের সুযোগ থাকবে না। কেন্দ্র ও কক্ষ নম্বর আগেই মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।
২. সকাল ৯:৩০ থেকে ৯:৫৫ মিনিট পর্যন্ত উত্তরপত্র বিতরণ করা হবে। প্রশ্নপত্র দেওয়া হবে সকাল ১০টায়। উত্তরপত্রে থাকবে চারটি সেট (১, ২, ৩, ৪)।
৩. বই, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ যন্ত্র, গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া হিয়ারিং এইড ব্যবহার করা যাবে না; প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্র ও কমিশনের অনুমোদন লাগবে।
৫. পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর, তবে ভুল উত্তর দিলে প্রতি প্রশ্নে ০.৫০ নম্বর কাটা হবে।
6. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য কমিশনের মনোনীত শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
এবারের বিসিএসে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি, নন-ক্যাডার পদ ২০১টি। সব মিলিয়ে নিয়োগ দেওয়া হবে ৩ হাজার ৬৮৮ জনকে। নতুন কিছু পদও যুক্ত হয়েছে এ বিসিএসে।
এবার আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থ।
এসআর
মন্তব্য করুন: