[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চাকরিতে আবেদন ফি পুনর্নির্ধারণ: সর্বনিম্ন ৫০, সর্বোচ্চ ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৩:০৭ এএম

ফাইল ছবি

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের পদে নিয়োগের পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত ফি অনুযায়ী: ৯ম গ্রেড বা তদুর্ধ (নন-ক্যাডার): ২০০ টাকা, ১০ম গ্রেড: ২০০ টাকা, ১১তম ও ১২তম গ্রেড: ১৫০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেড: ১০০ টাকা, ১৭তম থেকে ২০তম গ্রেড: ৫০ টাকা, অনগ্রসর নাগরিকদের জন্য (সকল গ্রেড): ৫০ টাকা। 


শর্তসমূহ:
১. টেলিটক মাধ্যমে অর্থ গ্রহণ: আবেদন ও পরীক্ষার ফি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে নেওয়া যাবে। সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন টেলিটক পাবে। এ কমিশনের ওপর ১৫% ভ্যাট আরোপ হবে। টেলিটক সংগৃহীত অর্থ তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেবে।


২. অফলাইন অর্থগ্রহণ: অনলাইন সিস্টেম না থাকলে আবেদন ফি চালানের মাধ্যমে নেওয়া হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজন হলে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার গ্রহণ করতে পারবে।


৩. অর্থ জমাদান: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিটের প্রাতিষ্ঠানিক কোড এবং ৭ ডিজিটের অর্থনৈতিক কোড (১৪২২৩২৬) ব্যবহার করে অটোমেটেড চালানে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে হবে।

ম্যানুয়াল চালানে অর্থ জমা করতে হলে নির্ধারিত কোড অনুসরণ করতে হবে।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় চাকরিপ্রত্যাশীরা আশা করছেন, এটি ফি প্রদানের প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর