তিনি দুই বছরের বেশি সময় ধরে এ দায়িত্ব পালন করা আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন।
নেপালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
পেশাদার এই কূটনীতিককে নতুন পদে নিয়োগ দিয়ে রোববার একটি আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হবেন সালাহউদ্দীন নোমান।
রাষ্ট্রদূত মুহিত, যিনি ২০২২ সালের জুন থেকে এ দায়িত্বে ছিলেন, আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন।
সালাহউদ্দীন নোমান ২০২০ সালের ১১ নভেম্বর থেকে কাঠমান্ডুর বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিনি দিল্লি, ইসলামাবাদ ও নিউ ইয়র্কে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে কাজ করেছেন।
এসআর
মন্তব্য করুন: