[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

ভারতীয় ভিসা কেন্দ্রে নিয়মিত কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১:৪৩ পিএম

সংগৃহীত ছবি

নিরাপত্তা শঙ্কার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকে এ ভিসা সেন্টারে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক কার্যক্রম চালু করা হয়।

এর আগে বুধবার নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভিসা সেন্টার থেকে পাঠানো এক বার্তায় আবেদনকারীদের এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে। এদিন যাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সময় নির্ধারিত ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন স্লট দেওয়া হবে।

এদিকে, বাংলাদেশের ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ নিয়ে গভীর উদ্বেগ জানাতে বুধবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে।

ওই ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয় দেশটির হাইকমিশন।

বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর